ভর্তির আবেদন

সাংগঠনিক কাঠামো

বাকশিল্পাঙ্গন প্রতিষ্ঠানের কার্যক্রম ২টি পরিষদের দ্বারা পরিচালিত হয়।

১. সাধারণ পরিষদ
২. কার্যকরী পরিষদ  
১. সাধারণ পরিষদ

            সাধারণ পরিষদ তিন প্রকার সদস্যের সমবায়ে গঠিত।
            ক)       প্রতিষ্ঠাতা সদস্য
            খ)        জীবন সদস্য
            গ)       সাধরণ সদস্য

বৎসরে ন্যূনপক্ষে একবার সাধারণ সভার অধিবেশন বসবে। সাধারণ পরিষদ দুই বছরের জন্য একটি কার্যকরী পরিষদ গঠন করবে যা প্রতিষ্ঠানের কার্যাবলী পরিচালনা করবে।

২. কার্যকরী পরিষদ  
সাধারণ পরিষদ, কার্যকরী পরিষদ নির্বাচন করবে দুই বৎসরের মেয়াদে সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে। কার্যকরী পরিষদ তার কর্মকাণ্ডের জন্য সধারণ পরিষদের কাছে দায়বদ্ধ থাকবে।

ইস্টার্ন ফ্লাওয়ার (২/২০২) ৪৬, সিদ্ধেশ্বরী রোড, রমনা, ঢাকা।
০১৭১৬০৯৯৭৭৪, ০১৭১২৬১১৬৭৬, ০১৮১৯৪৩৭৭৯৫
© স্বত্ব সংরক্ষিত: বাকশিল্পাঙ্গন
crossmenu