বাকশিল্পাঙ্গনের আয়োজনে প্রমিত উচ্চারণ ও আবৃত্তি শিক্ষার নতুন আবর্তনের ক্লাস শুরু হচ্ছে।
ভর্তির জন্য সাক্ষাৎকার আগামী ২৩শে জুন।
ক্লাস শুরু হবে ৭ই জুলাই।
৪ (চার) মাসের এই কোর্সের বিষয়সমূহ হলো -
প্রমিত উচ্চারণ ও উচ্চারণের সূত্রাবলী, বাচিক উৎকর্ষ সাধন, বর্ণের উচ্চারণ স্থান নির্ণয়, বাকপ্রস্তুতি, বাকজড়তা দূরীকরণ, স্বরসাধনা, ব্যায়াম, অনুরণন, ভাব-রস, ছন্দ, আবৃত্তি নির্মাণ, পাঠ চর্চা, আবৃত্তির ক্রমবিবর্তন, আবৃত্তি ও নাটকের শ্রবণ ও আলোচনা এবং প্রযোজনা নির্মাণ।
প্রশিক্ষক হিসেবে থাকবেন -
আশরাফুল আলম
ভাস্বর বন্দ্যোপাধ্যায়
নিরঞ্জন অধিকারী
জ.ই মামুন
মোঃ নাসির উদ্দিন
আজহারুল হক আজাদ
ঝর্ণা সরকার
দিলীপ সদানন্দ
হাসিব বিল্লাহ
মনোয়ার মাহমুদ জুয়েল
ক্লাস অনুষ্ঠিত হবে শিল্পকলা একাডেমিতে প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত । কোর্স ফি মোট ১২০০ টাকা।
১০০ টাকা আবেদন ফি প্রদান করে অনলাইনে আবেদনপত্র সংগ্রহ এবং জমা দান প্রক্রিয়া সম্পন্ন করা যাবে ২২শে জুন পর্যন্ত।
প্রয়োজনে যোগাযোগ # ০১৭১৬০৯৯৭৭৪; ০১৮১৯৪৩৭৭৯৫; ০১৮৩২২০০২০১
www.bakshilpangon.org
bakshilpangon@gmail.com
www.facebook.com/bakshilpangon